আগে একটা জিনিস বুঝিয়ে নেই।ধরেন ৫ তলা বাড়ির ছাদে উঠবেন।এখানে লক্ষ্য হলো ছাদ আR উদ্দেশ্য হলো প্রতিটি সিড়ি।তাই আপনাকে সবার আগে লক্ষ্য ঠিক করুন।তবে আপনি যদি অবাস্তব বা অসম্বব লক্ষ্য নির্ধারণ করেন তাহলে হবে না।তাই সম্ভব হবে এমন লক্ষ্য নির্ধারণ করুন।এরপর প্রতিটি উদ্দ্যেশ্য পূরণ করুন।ব্যাস।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে জীবনের লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবেঃ ১.আপনার কোন বিষয়ে আগ্রহ বেশি,  ২.আর্থিক সক্ষমতা,  ৩.proper guardian,  ৪. family support ইত্যাদি।যদি কোন বিষয় এমন হয় যে আপনার ঐ বিষয়ে কখনো আগ্রহ থাকে আবার কখনো থাকেনা তবে সেটা আপনার জীবনের লক্ষ্য হতে পারেনা।আর family support এই option টা সবসময় কাজে লাগেনা।অনেকক্ষেত্রে লক্ষ্য নির্ধারণে family এর বিরুদ্ধে যেতে হয়।তবে এই ৪টি option অনুসারে লক্ষ্য নির্ধারণ করতে পারেন।ভুল হলে ক্ষমা করবেন।ধন্যবাদ ।        

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ