Share with your friends

মনের উপর শুধু কন্ট্রোল বাড়ানো নয় আপনি চাইলে আপনার মনকে একদম ১০০ ভাগ নিয়ন্ত্রন করতে পারবেন। আমি আপনাকে দুইটি টিপস দিচ্ছিঃ ১) মেডিটেশন। ২) সম্মোহন বিদ্যা। মেডিটেশনঃ বর্তমানে আমরা সকলেই কম বেশি পরিচিত। মেডিটেশনের মাধ্যমে আপনি আমার মন নিয়ন্ত্রণ ( Mind Controling) শিখতে পারবেন। মেডিতেশনের মাধ্যমে আপনি আপনার মন নিয়ন্ত্রণ করে আপনার মনের উপর ১০০ ভাগ নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন। সম্মোহন বিদ্যাঃ সম্মোহন (ইংরেজি: Hypnosis ) হল “প্রোগ্রামিং অফ সাবকনসাস মাইন্ড”। আপনি নিজেকে সম্মহিত করে (আত্ম-সম্মোহন) বা অন্যকে দিয়ে নিজেকে সম্মোহিত করে (পর-সম্মোহন) সম্মহনের স্তরে সাজেশন দিয়ে নিজের অবচেতন স্তরের তথ্য ভাণ্ডার পুনর্বিন্যস্ত করে নিতে পারেন। তাহলে আপনি যা চান যেটা চান যেভাবে চান সেটি সেভাবেই হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনি নিম্নোক্ত বইগুলো পরে পারেনঃ মন নিয়ন্ত্রণ - কাজী আনোয়ার হোসেন (বিদ্যুৎ মিত্র ছদ্মনামে লেখা) আত্ম সম্মোহন - কাজী আনোয়ার হোসেন (বিদ্যুৎ মিত্র ছদ্মনামে লেখা) কোয়ান্টাম মেথড - মহাজাতক শহীদ আল বোখারি

Talk Doctor Online in Bissoy App