শেয়ার করুন বন্ধুর সাথে

জানা গেছে, প্রায় ৪ হাজার বছর আগে মিসরীয় সমাজে সুদের ধারণাটি প্রতিষ্ঠা পায়। তবে সেটা ছিল লাভ-ক্ষতির অংশীদারিত্ব। সে সময় উৎপাদনশীল কোন কিছু (পশুপাখি, শস্যদানা) কাউকে ঋণ দেয়া হতো। এসব থেকে যা নতুন উৎপাদিত হতো তা ঋণগ্রহীতা ও ঋণদাতা ভাগ করে নিত। ক্ষতি হলে ক্ষতির অংশ উভয়েই বহন করতো। এই ব্যবস্থায় যার উৎপাদন ক্ষমতা আছে তাই ঋণ দেয়া হতো এবং এর যে ফলাফল আসতো তা ভাগ করে নেয়াই ছিল সুদ। পরে এটা পরিবর্তিত হয়ে অনুৎপাদনশীল পণ্যের জন্যও সুদ আরোপ করা হয়। যেমনঃ কেউ ধাতু ধার করলে তাকে আরো বেশি ধাতু ফেরত দিতে হতো।আর এভাবেই সুদ আবিষ্কার হয়। তথ্যসূত্র,এখানে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ