আদিম যুগে (সমাজ আবিষ্কারের পূর্বে, যখন মানুষ সভ্যতার প্রথম আভাস খুঁজে পাচ্ছিল) তখন ব্লেড না থাকলেও তারা সামুদ্রিক ঝিনুক, পশুপাখির দাঁত, ধারালো পাথর দিয়ে সেভিং করতো। তারপর গ্রিক সভ্যতা আসার পর মানুষেরা মৌমাছির-মোম ব্যবহার করে Wax করতো।কিন্তু রাজা-শাসক এবং ধনী ব্যাক্তিরা পাথর এবং ঝিনুকের তৈরি ব্লেড ব্যবহার করতেন (বিলাসবহুল হবাই সবাই সেই ব্লেড ব্যবহার করতে পারতো না।) ১৭০০ সালের দিকে যখন সাধারণ মানুষের জন্য প্রসাধনী বাণিজ্যিকভাবে তৈরি করা শুরু হলো তখন শোন দিয়ে লোম প্লাক করা হতো এবং খুর ব্যবহার করা শুরু হলো। ১৭০০-১৮০০ শতক পর্যন্ত  মানব সমাজ খুর অথবা একই রকম ব্যবহারযোগ্য ধারালো বস্তু (কাঁচি/কাটার) ব্যবহার করতো। শেষমেশ ১৯ শতকে (১৯০১ সালে) রেজার ব্লেড আবিষ্কার হয়, বাকি ইতিহাস আমরা সবাই জানি।     তথ্যসুত্রঃ Roja Lander, Anthropologist 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ