Call

যেভাবে শনাক্ত করা হয়:

  • যদি প্রচন্ড মাথাব্যথা হয়
  • কখনো যদি কপালে ব্যথা হয়, মাথা ভার লাগে খুব, নিচের দিকে একটু ঝুকলেই যদি ব্যথা বাড়ে
  • রোদে গেলে যদি ব্যথা অনেক বেড়ে যায়
  • নাক যদি সবসময় বন্ধ থাকে
  • নাকে প্রদাহ যদি থাকে অনেক
  • শরীর যদি ম্যাজম্যাজ করে, বা জ্বর থাকে সবসময়
  • প্রায় সময় যদি বমি বমি ভাব হয়, খাওয়ার অরুচি থাকে।

তাহলে বুঝতে হবে যে, তীব্র ব্যাকটেরিয়া বা জীবাণুর দ্বারা সাইনাস ইনফেকশন বা সাইনুসাইটিস হয়েছে। 

এটি গেলো লক্ষণ নির্ভর শনাক্ততা।


ল্যাব টেস্ট হতেও এটি শনাক্ত করা যায়।


রক্ত পরীক্ষা, নাকের PNS O/M View এক্সরে থেকেও এটি শনাক্ত করা যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ