শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উপপাদ্যে দক্ষতা বাড়াতে হলে সবার আগে চিত্রটিকে খুব মনোযোগ দিয়ে বুঝে ফেলতে হবে। কোন চিত্র কেন, কীভাবে আছে সেগুলো খুব সুক্ষ্মভাবে জেনে নিতে হবে।  চিত্র বোঝার পরই আপনাকে প্রশ্ন অর্থাৎ উপপাদ্যের সাধারণ নির্বচনের সাথে চিত্রের মিলগুলি দেখে ফেলতে হবে। প্রশ্ন এবং চিত্রের সামঞ্জস্য বোঝার চেষ্টা করুন। দুটিকে এক করতে পারলেই উপপাদ্য প্রমাণিত।  উপপাদ্যে চিত্র দেখে দেখে সব লিখে ফেলা যায়। যে চিত্র বুঝে, তার জন্য উপপাদ্য পানির মতোই সোজা। তাই চিত্রের দিকেই আপনাকে মূল খেয়াল দিতে হবে।  তবে সবকিছুর ওপরে অনুশীলন যাতে কোনো ঘাটতি থাকতে দেওয়া যাবে না। উপপাদ্য বুঝে ফেলার পর দীর্ঘদিন অনুশীলন না করলে তা ক্ষণস্থায়ী হতে পারে। তাই উপপাদ্য একবার বোঝার পর নিয়মিত অনুশীলন করুন যা উপপাদ্যটিকে আপনার মস্তিষ্কে স্থায়ী করে দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ