Jamiar

Call

দীর্ঘ গবেষণায বিজ্ঞানীরা দেখেছেন, দ্রুত নগরায়ন, খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন এবং ক্রমাগত মানসিক চাপের ফলে ডায়াবেটিক রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। এবার জেনে নেওয়া যাক ডায়াবেটিস রোগের লক্ষণগুলো- ১. ঘন ঘন পিপাসা লাগা ২. মুখ শুকিয়ে যাওয়া ৩. ঘন ঘন ক্ষুধা লাগা ৪. বার বার প্রস্রাব লাগা ৫. রাতে প্রস্রাবের কারণে ঘুম ভাঙ্গা ৬. ওজন কমতে থাকা ৭. চোখে ঝাপসা দেখা ৮. বমি বমি ভাব হওয়া ৯. মাঝে মাঝে মাথা ব্যথা হওয়া ১০. মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া ১১. একটুতেই উত্তেজিত হওয়া বা মন খারাপ করা ১২. মনসংযোগের অভাব হতে থাকা অনেক রোগীর ক্ষেত্রে উপরের কোনও লক্ষণই থাকে না। আবার কারও কারও ক্ষেত্রে এক বা একাধিক লক্ষণ থাকতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিস ধরা পড়ে অন্য রোগের চিকিৎসা বা চেক-আপ করার সময়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ডায়াবেটিসের লক্ষণ: (১) ঘন ঘন পস্রাব হওয়া, (২) খুব বেশি পিপাসা লাগা, (৩) খুব বেশি ক্ষুধা লাগা, (৪) ওজন কমে যাওয়া, (৫) ক্লান্তি ও দুর্বলতাবোধ করা, (৬) ক্ষত শুকাতে দেরি হওয়া, (৭) চোখে ঝাপসা দেখা, (৮) খোশ-পাঁচড়া, ফোঁড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেয়া ইত্যাদি. উল্লেখ্য যে সবার ক্ষেত্রে উল্লেখিত সবগুলো উপসর্গ একই সময় কোন ব্যাক্তির দেখা নাও যেতে পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ