Call

জন্ডিসের প্রধান লক্ষণ হল, চোখ ও প্রসাবের রং হলুদ হয়ে যাওয়া। আবার সমস্যা বেশি হলে পুরো শরীর গাঢ় হলুদ বর্ণ ধারণ করতে পারে। শারীরিক দুর্বলতা। ক্ষুধামন্দা। জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপানি দিয়ে জ্বর আসা। বমি বমি ভাব অথবা বমি। মৃদু বা তীব্র পেট ব্যথা। চুলকানি। যকৃত শক্ত হয়ে যাওয়া। এমন লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার জন্ডিস হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

*

জন্ডিস হলে আপনার প্রশ্রাব হলুদ হয়ে যাবে।
জ্বর জ্বর ভাব হবে। এরকম হলে ডাক্তারের পরামর্শনিন তাহলে যদি ডাক্তার বলে জন্ডিস হয়েছে তাহলে জন্ডিস হয়েছে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার শরীরে জ্বর থাকবে অথবা রাতে জ্বর জ্বর অনুভব করবেন। হাত পা হলদে রং এর মতো হয়ে যাবে। খাওয়ায় রুচি কম হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জন্ডিসের কিছু পূর্ব লক্ষণ, 1. প্রশাব হলুদ হওয়া (গরমের সময় পানি পান কম হলেও প্রশাব হলুদ হয়। বেশী পানি পান করলে এটি ঠিক হয়ে যায়) 2. চোখ হলুদ হওয়া 3. খাবারে অরুচি 4. শরির ঠান্ডা করার চেষ্টা করার পরও ঠান্ডা না হওয়া 5. সমস্ত শরির জ্বালা পোড়া করে। মনে হয় আগুন জ্বলছে। 6. শরিরে ক্লান্তি ভাব। প্রাথমিক ভাবে এগু লাই ফিল করে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জন্ডিস কয়েক প্রকারের হয়। এক, এক প্রকার জন্ডিসের এক, এক রকম লক্ষণ হয়। আপনি কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে রক্ত পরীক্ষা করান। বলবেন আমার জন্ডিস আছে কিনা তা জানার জন্য রক্ত পরীক্ষা করাবো। তাহলেই ওরা পরীক্ষার করে জানিয়ে দেবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ