Pevison মলম ব্যবহার করেন।আমি নিজে ব্যবহার করছি।বাবা ও করছিল । ভাল হয়ে গেছে। দাম মাত্র 55 টাকা।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দাউদ হলে আপনাকে প্রথমেই পরিস্কার -পরিচ্ছন্ন থাকতে হবে, উক্ত জায়গাটি স্যাতঁস্যাঁতে রাখা যাবে না বা ঘামতে দেওয়া যাবে না, নরম -ঢিলা ঢালা কাপড় পরিধান করতে হবে। দাউদ এর স্থানটি বেশি চুলকানো যাবে না বা সেখানে হাত দেওয়া যাবে না।
দাউদ এর স্থানে আপনি পেভারিল (Pevaryl) /পেভিসন (Pevison) /ডাইকট (Dicot) মলম ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনার ২ সপ্তাহের মধ্যে আপনার দাউদ ভালো হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি নিয়মিত ring gard মলম ব৽বহার করেন।এক সপ্তাহের মধ৽ে ভালো হয়েজাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
sharma

Call

আপনি গ্যাগোজিমা মলমটি ব্যবহার করুন্ । দাম ২৫---৩০টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি হোমিওপ্যাথি ডাক্তার দেখান।কারন দাঁদকে অবহেলা করা উচিত না।আমার ভাইয়ের একবার দাঁদ হয়েছিল।তখন মানুষ যে মলম বা ঔষধ এর নাম বলতো

সেটা ব্যবহার করতেন।দেখা যেত কিছুদিন ভালো,আবার কদিন পর বেড়ে যেত।তারপর ডাক্তার দেখানোর পর উনি বললেন যে একেক জনের শরীরে একেক রকম মলম কাজ করে।তারপর তিনি রিংফাইট মলম এবং কিছু ঔষধ দিলেন। ১ মাস পর কমে গেল।দীর্ঘ ২ বছর উনার দাঁদ ছিল
।আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন।প্রতিদিন স্নান করার পর কাপড় সাবান বা পাউডার দিয়ে ধুবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ