Call

বিস্ময় একটি প্রশ্ন উত্তর সাইট।

যার মাধ্যমে আপনি আপনার নানা প্রকার সমস্যা নিয়ে

প্রশ্ন করলে উত্তর পাবেন।

এবং সমস্যা সমাধান হয়ে যাবে।

ভালো সদস্য হবার জন্য বিস্ময় এ বেশি বেশি এক্টিভ থাকতে হবে

নিজের জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

আপনি যে প্রশ্নের উত্তর জানেন সে গুলার যথার্থ উত্তর দিতে

হবে।

ক্ষমতা অনুযায়ী কাজ করতে হবে

এই ভাবে আপনি এক জন ভালো সদস্য হতে পারেন।

বিস্ময় থেকে কী কী সুবিধা পেতে পারেন↓↓↓↓

বিস্ময় এ একটি প্রশ্নের উত্তর দিলে ৩ পয়েন্ট পাবেন

এবনহ একটি প্রশ্ন করলে ১ পয়েন্ট কেটে নেওয়া

হবে।

আপনি যতো পয়েন্ট অর্জন করতে পারবেন ততো প্রশ্ন করতে

পারবেন। এটা হলো একটি সুবিধা।

বিস্ময় এ নানা রকম জানা অজানা প্রশ্ন করা হয়।

যেখান থেকে আপনি শিক্ষা নিতে পারবেন।

এবং নানা অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন যা

আপনার জীবন চলার পথে সাহায্য করবে।

ধন্যবাদ

আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
live_khan

Call

সর্বোত্তম উত্তর নিয়মিত একটিভ থাকুন। মানসম্মত প্রশ্ন-উত্তর করে বিস্ময়ে সমৃদ্ধকরণ কাজ করতে নিজেকে অবহিত রাখুন। বিস্ময়ের নীতিমালা গুলো মেনে চলুন। আপনাকে যে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে তার যথাযথ ব্যাবহার করুন। কোনো প্রশ্নে ভুল বানান থাকলে সম্পাদনা করে সঠিক করুন, প্রয়োজন হলে বিভাগ পরিবর্তন করুন। ভালো উত্তরে ভোট দিন। ভুল উত্তরে মন্তব্য করে উত্তর দাতাকে অবহিত করুন। নিজে সর্বদা দায়িত্বশীলতার সাথে প্রশ্ন-উত্তর,বানানের জন্য মার্জিত ভাষা ও যথার্থ বানানে লিখুন/লিখবেন। বিস্ময় আপনাকে বিশেষ সদস্য করবে কেন কেন তার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বিস্ময়ে নিস্বার্থে মানুষের উপকারের জন্য নিজেকে সব সময় সমৃদ্ধকরণ কাজে লিপ্ত রাখবেন.................. এভাবেই আপনি বিস্ময়ে জনপ্রিয়/ভালো/ বিশেষ সদস্য হতে পারবেন। আরোও কিছু টিপস.... বিস্ময় অ্যানসারে প্রশাসনে কাজ করতে হলে কিছু নীতিমালা মেনে চলতে হবে তাহলে বিশেষ সদস্যে পদোন্নতি করতে পারবেনঃ ১. অনলাইনে বেশি বেশি সময় দিতে হবে বিস্ময়ের কার্যক্রমের সাথে। ২.সব সময় মানসম্মত, ইউনিক উত্তর দিতে হবে। ৩.কারও উত্তরে ভূল থাকলে যাচাই করে উত্তরদাতাকে অবহিত করে দিতে হবে। ৪.শুধু পয়েন্ট অর্জন করার নেশা বাদ দিতে হবে। ৫.কারও প্রশ্ন উত্তরে বানান ভূল থাকলে সম্পাদনা করে সঠিক করে দিতে হবে। ৬.ভাল প্রশ্ন উত্তর গুলো সামাজিক সাইট সহ বিভিন্ন স্থানে শেয়ার করতে পারেন। ৭.বিস্ময়ের নীতিমালা মেনে চলতে হবে। ৮.এক সাথে কমপক্ষে ৩ মাস বিস্ময়ের সাথে থাকতে হবে। . বিশেষ সদস্য হওয়ার জন্য পয়েন্ট কোনো ফ্যাক্ট না অর্থাৎ পয়েন্ট কোনো ভুমিকা রাখে না। ১০ হাজার পয়েন্টেও বিশেষ সদস্য হওয়া যাবে না (শুধু মাত্র পয়েন্টের উপর নির্ভর করে না) , কার্যাক্রম ভালো থাকলে ১ হাজার পয়েন্ট নিয়েই বিশেষ সদস্য হওয়া সম্ভব। বিশেষ সদস্য দেওয়ার আরোও একটি বিষয় হলো. আপনার বিস্ময়ের প্রতি আগ্রহ কেমন, কাজ করার উৎসাহ কেমন...? আপনার ট্রাক রেকর্ড অর্থ্যাৎ কখনো বিশেষ সদস্য, সাধারণ সদস্যের সাথে অসদাচরণ করেছেন কি না.? তাদের সাথে কেমন আচরণ করেছেন.? যদি সবগুলো পজিটিভ হয় তবেই বিশেষ সদস্যর গুনাবলির অন্তর্ভুক্ত। সম্পূর্ণ বিষয়বিষয় গুলো আয়ত্ত করতে পারলে তাকে প্রশাসক পদোন্নতি করবে তবে এটা একান্তই প্রশাসকের বিষয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ