শেয়ার করুন বন্ধুর সাথে

ফসিল হচ্ছে ইংরেজি শব্দ।যার বাংলা প্রতিশব্দ হচ্ছে জীবাশ্ম।ফসিল হচ্ছে মূলত পাথরে পরিণত হওয়া জীবদেহ।এটি সময়ের বিবর্তনে জীবদেহের পরিবর্তনে সৃষ্টি হয়।সংরক্ষিত জীবদেহকে তখনই ফসিল বলা হবে যখন এটি দশ হাজার বছরের পুরনো হবে।এথেকেই বোঝা যায় ফসিল দশ হাজারেরও বেশি বছরের পুরনো জীবদেহ থেকে সৃষ্টি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ