amirupu

Call

আপনি প্রথমে সার্চ দিন tenda router login. পরে এতে গিয়ে লগ ইন করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।  বা আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট অবস্থায় উক্ত SSID তে ক্লিক করুন। পরে একটা পেজ আসবে। উক্ত পেজে ওয়াইফাই এর নাম লিংক এড্রেস সিগন্যাল থাকবে। সবার নিচে দেখবেন যে ওয়েবসাইট এর লিংক আছে এরকম http :// 180.1.1.  ওই জায়গায় ক্লিক করুন। একটা পেজ আসবে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।  পরে ৩ ডোটের অপশন হতে পাসওয়ার্ড চেঞ্জ এ সিলেক্ট করে চেঞ্জ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি আপনার ফোনের গুগুল ক্রম বা যে কোন ব্রাউজারে রাউডারের আইপি আইডি দিয়ে লগিন করুন। তার পরে সেটিংস থেকে পরিবর্তন করার অপশন পাবেন। ডিফুল ভাবে কম্পানির নাম ও নরমাল পাসওয়াড দেওয়া থাকে। যা আপনিও একটু ট্রাই করলে জানতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ