Call

রুকুর সময় দুই হাত দুই হাটুতে রাখুন। হাত দু'টোকে টানা তীরের মত সোজা রাখবেন। এবং পার্শ্বদেশ হতে পৃথক (ফাক) করে রাখবেন। এবং যেই যায়গায় সিজদা করবেন ঠিক সেইখানে নজর রাখুন। তাহলে রুকু করার সময় মাথা পিঠ আপনা আপনি-ই সমান হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দেখুন, শুধু মাসায়েল জেনে নামাজ পড়া যায় না। নামাজের জন্য প্রাক্টিক্যাল প্রশিক্ষণের প্রয়োজন। জিবরিল আ. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নামাজের মাসায়েল শেখান নি; বরং হাতে কলমে নামাজের প্রশিক্ষণ দিয়ে নামাজ শিখিয়েছেন। তাই আপনি কোনো বিজ্ঞ আলেমের নিকট থেকে নামাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। এক দুবার প্রশিক্ষণ গ্রহণ করলে আশা করি রুকুতে আপনার পীঠ সোজা হয়ে যাবে। অন্তত কাউকে দেখান, রুকুতে আপনার পীঠ সোজা হয় কি না। পীঠের সোজা বাঁকা আপনি বুঝতে পারবেন না। যে দেখবে সে বুঝতে পারবে। সে এক দু বার সোজা করে দিলে আশা করি ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ