amirupu

Call

এজন্য ঢাকায় অনেক কোচিং আছে। সেখান হতে শিখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোচিং সেন্টারের কথা আগেই একজন বলে দিয়েছেন। সেটাই উত্তম উপায় হবে। তবে যদি আপনি ঘরে বসেও শিখতে চান তার উপায় আমি বলি।  প্রথমত ম্যান্ডারিন ভাষার খুঁটিনাটি শিখে ফেলতে হবে। আমাদের ভাষার মত ম্যান্ডারিন ভাষার ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ ইত্যাদি আরো অনেক কিছু আছে। উইকিপিডিয়া এবং গুগলের সাহায্য নিয়ে সেগুলো শিখে ফেলুন। এরপরে বইয়ের দোকান থেকে চীনা ভাষা থেকে বাংলা ভাষার সবচেয়ে ভালো অভিধানটি কিনে ফেলুন। দোকানিদের সাথে আলোচনা করে তারপরেই কিনুন। তারপরে ঘরে বসে চর্চা করুন।  অভিধান দেখার পাশাপাশি চীনা মুভি সাবটাইটেল সহ দেখুন। আর স্যামসাং ফোন হলে S Translator অ্যাপ এর সাহায্যে ট্রান্সলেট করে করে যথাসম্ভব চীনা ভাষার চর্চা রাখুন।  ২-৩ মাসের মধ্যে চীনা ভাষায় প্রয়োজনীয় কথা বার্তা অনায়াসে চালাতে পারবেন।  Mi imparato italiana lingua questo il modo মানে আমি ইটালিয়ান ভাষা এরকম করেই শিখেছি। আপনি প্রমাণ দেখে নিতে পারে। আপনিও চেষ্টা করে দেখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ