চুল ওঠা বন্দ এবং নতুন চুল গজানোর জন্য কোন ঔষধ খেলে সেরে যাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

সিফিলিনাম 50M খান 2ডোজ। চেলিপোডিয়াম খান। এবং আমলকি*জাবরেন্ডি*আর্নিকা হেয়ার অয়েল মাখুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চুল ওঠা ও নতুন  চুল গজাতে পেয়াজ রসুন খুবই উপকারী 

উপাদান।তাই আপনি ঘরে বসে আপনার সমস্যার সমাধান

করতে পারেন।তার জন্য আপনার বাড়তি কনো ওষুধ লাগবেনা।

পেঁয়াজ ও রসুনঃ


সালফার এমন একটি উপাদান যা নতুন চুল গজাতে সাহায্য করে। রসুন ও পেঁয়াজের মধ্যে প্রচুড় পরিমাণে সালফার থাকে যা চুলের জন্য খুবই উপকারী। তাই যেভাবে আপনি রসুন ও পেঁয়াজ ব্যবহার করে চুল পড়া রোধ করতে পারেন তা হলঃ


# সমপরিমাণ পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ১ ঘন্টা। এরপর শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে ২ বার করে নিয়মিত ব্যবহার করুন।


# রঁসুনের ৫/৬ টি কোয়া নিয়ে বেঁটে নিন। এবার এই বাঁটা অংশটি নারিকেল তেলে কিছুক্ষন চুলায় ফুটিয়ে নিন। মিশ্রনটি ঠান্ডা হলে মাথার ত্বকে লাগান। সপ্তাহে ২/৩ বার করে নিয়মিত ব্যবহার করার চেষ্টা করুন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Isan

Call

আপনি পেয়ারা পাতা সেদ্ধ করে দিতে পারেন। এতে চুল ওঠা বন্ধ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ