আপনি প্রথমে shareit এ প্রবেশ করুন তারপর বাম পাশের উপরের অপশন এ ক্লিক করে সেটিং অপশন এ যান, সেখানে আপনি storage location দেখতে পাবেন, সেখানে গিয়ে আপনি মেমোরি সিলেক্ট করে দিন। তাহলে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই শেয়ারইটের যা নিয়েছেন তা ইন্টারনাল মেমোরিতে থাকে। সেখান থেকে আপনি কপি বা কেটে মেমোরিতে নিতে পারেন। আবার শেয়ারইটের সেটিং গিয়ে সন্ঞ্চয়স্থান ইন্টারনাল থেকে এসডি কার্ডে স্থানতরিত করতে পারেন। তাহলে মেমোরিতে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এজন্য আপনার শেয়ারইটের স্টোরেজ পাল্টাতে হবে। শেয়ারইট ওপেন করে অপশন বাটন থেকে সেটিংয়ে যান। এরপর স্টোরেজে গিয়ে মেমোরিকার্ড সিলেক্ট করে দিন।...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ