আসসালামু আলাইকুম ।


আমি এইবার নতুন দশম শ্রেনিতে উঠেছি , ৯ এর বছর বুঝতাম না পড়ালিখা কি , তাই বই সব শেষ করলেও মনে হয় না কিছু পড়েছি , বিশেষ করে পদার্থ বিজ্ঞান আমার কাছে খুব কঠিন লাগে ? 


দয়া করে কিছু পরামর্শ দিন , আমি ছাত্র খারাপ না , মেধা আছে কিন্তু কাজে লাগাতে পারছি না , আপনাদের কিছু পরামর্শ লাগবে ।


শেয়ার করুন বন্ধুর সাথে

পদাথবিজ্ঞানের পড়া সোজা যদি বোঝা যায়। আপনি বইয়ের অধ্যায়গুলো নিজে নিজে মনোযোগ দিয়ে পড়ুন। তাহলে আপনার পড়া বুঝতে সমস্যা হবার কথা নয়। এভাবে পড়লে আপনার অংকের চ্যাপ্টারগুলো বেশি ভালো লাগার কথা। আর বইয়ের অংক ছাড়াও আপনি নতুন নতুন অঙ্ক সমাধানের চেষ্টা করুন। পদাথবিজ্ঞানের অঙ্ক দিয়ে পরীক্ষার সৃজনশীল, বহুনিবাচনি দুই জায়গাতেই ভালো করা সম্ভব। আর এখন পদাথবিজ্ঞান বই রঙিন করে দেওয়া হয়েছে যাতে শিক্ষাথীদের কাছে আকষণীয় হয়। আমি নিজেও এ বছর ১০ম শ্রেণিতে পড়ি। গণিতের পর পদাথবিজ্ঞানই আমার ভালো লাগে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি পদার্থবিজ্ঞান বেশি চর্চা করেন।বেশি বেশি গভেষনা করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ