LEGEND

Call

আপনাকে Wifi connection আপনার Laptop এ নিতে হলে আপনাকে উক্ত Wifi Line Conectors দের সাথে কথা বলতে হবে। আর এজন্য আপনার নিজস্ব একটি Wifi Router থাকতে হবে। তাহলে আপনি Wifi সংযোগ নিতে পারবেন। বিভিন্ন রকমের স্পিডের উপর ভিত্তি করে Wifi এর টাকার পরিমান নির্ধারণ করা হয়। যেমনঃ1 mbps এর দাম 4০০ নিতে পারে আবার 2 or 3 mbps এর দাম   500-600 নিতে পারে। এখন এলাকা বুঝে দামটা ভিন্ন হয়ে থাকে। কাজেই  Wifi conection নিতে হলে আপনার এলাকায় যারা wifi এর সংযোগ প্রদানের দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে wifi  সংযোগটি নিতে হবে। ধন্যবাদ! 

Talk Doctor Online in Bissoy App