Start menu থেকে snipping tool টা ডিলিট হয়ে গেছে কিভাবে ফিরে পাব???  recaycalbeen থেকেউ ডিলিট করা কয়েছে মনে হয়

আর স্কিন সর্ট  কেমনে নিব??????  operating system  Windows 7 


Share with your friends
Call

আপনি snipping tool টি window তে শর্টকাট করে রাখতে পারেন। অথবা Start মেনু এর Search option এ লিখুন snipping tool (সম্পুর্ন লোখার আগেই চলে আসবে) তাহলে tool টি চলে আসবে। Tool টিতে ক্লিক করলেই আপনি ইচ্ছা মত স্ক্রিন শর্ট নিতে পারবেন। আপনি আলাদা ভাবেও স্ক্রিন শর্ট নিতে পারবেন। এর জন্য F12 বাটনের পাশের print screen বাটন টি ব্যবহার করতে পারেন। শর্ট নিতে print screen বটন টি চাপুন, শর্ট নেয়া হয়ে যাবে। এখন স্ক্রিনশর্ট টি পাবার জন্য start মেনু থেকে paint এ ক্লিক করুন(মেনু তে না পেলে search এ লিখুন)। paint open হলে Ctrl+v চাপুন তারপর ছবিটি save করুন।।।

Talk Doctor Online in Bissoy App