আবেদন করলে দুইটি এসএমএস আসবে একটি ট্রানজেকশন কোড অন্যটি সিকিউরিটি কোড।যদি ট্রানজেকশন কোড হারিয়ে যায় তাহলে একই এসএমএস আবার সেন্ড করলে ট্রানজেকশন  কোড টি আসবে। যদি অনলাইন থেকে কলেজ চয়েজ দিয়ে প্রিন্ট করে ফেলেন তাহলে ট্রানজেকশন কোডটি পাওয়ার সম্ভাবনা কম। অনলাইন থেকে কলেজ চয়েজ দিয়ে প্রিন্ট করার পর মোবাইলের আরো একটি এসএম্এস যাবে সেটা তে ৬ সংখ্যার একটি সিকিউরিটি কোড আসবে যদি এটা চলে যায় তাহলে বর্তমানে ভর্তি ওয়েবসাইটে সিকিউরিটি কোড পুন:রুদ্ধারের একটি লিংক দেয়া হয়েছে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে কোড পুনরায় ফিরে পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নিচের নিয়মে আপনি আপনার আইডি নম্বরটি আবার খুজে পেতে পারেন। লিখা টি ভালো করে পড়ুন। একাদশ শ্রেনীর ভর্তির জন্য  যারা অনলাইনে আবেদন সাবমিট করেও এখনো ৬ ডিজিটের পিন কোডটি পাননি তারা সরকারী ওয়েবলিংকে প্রবেশ করে নির্দেশিত ফরম পূরন করুন। http://app11.xiclassadmission.gov.bd/board/pinretrival নোট:শুধুমাত্র ১বার এই আবেদন করতে পারবেন। আবার যাদের মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে তারাও সরকারী এই ওয়েবলিংকে প্রবেশ করে নির্দেশিত ফরম পূরন করুন। http://app11.xiclassadmission.gov.bd/board/mobretrival এ ব্যাপারে যে কোন হেল্প সরকারী website এ পাচ্ছেন।অনেকগুলো মোবাইল নাম্বার থেকে তথ্যসেবা দেয়া হচ্ছে। http://www.xiclassadmission.gov.bd/ ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ