অামি ডাচ বাংলায় একটা সেভিংস একাউন্ট খুলেছি। তারা অামাকে একটা চেক বই দিছে। এখন কথা হল, অামা কি এটা দিয়ে টাকা উত্তোলন ও জমা দিতে পারব? অার তা যদি হয়, তবে কিভাবে লিখতে হবে জমা/ উত্তলন দুটার ক্ষেত্রে ই?
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

টাকা তুলতে হলে চেক বই লাগবে , কিন্তু টাকা জমা দিতে হলে জমা ভাউচার বই লাগবে। আপনি ব্যাংকে গিয়ে কোন ব্যাংক অফিসারকে বললে সে আপনাকে চেক বই লিখে দিবে এবং জমা ভাউচারও লিখে দিবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ