Hadiul1234

Call

মূত্র পাধর হলে যে লক্ষন গুলো প্রকাশ টায় তা হলো ১-মাঝে মাঝে পুরাষাঙ্গের মাথায় ব্যথা হয়। ব্যথা না ছড়াইয়া নির্দিষ্ট স্থানে সীমাবন্ধ থাকে ২- কখন ও প্রস্বাব করিতে হঠাৎ প্রস্বাব বন্ধ হয়য়া যায় তখন একটু নড়াচড়া না করিলে প্রস্বাব হয় না ৩- অনেক সময় রক্ত পড়িতে পারে। ৪- যে স্থান হয়তে পাথর আটকায়, সেই স্থানে প্রদাহ হয়য়া পুজ বাহির হইতে পারে। ৫- আবার পাথরের টুকরো আপনা আপনি বাহির হয়য়া গেলে হঠাৎ বেদনার উপশম হয় - আপনার এই লক্ষন গুলো যদি থাকে তাহলে Ultasound করিয়া পাথরের সঠিক অব্সথান নির্নয় করিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
মুত্রনালীতে পাথর হলে সাধারণত নিচের লক্ষণগুলো দেখা যায়ঃ
১. পিঠের নিচে মেরুদন্ডের দুপাশে, অথবা তলপেটে হঠাত ব্যথা অনুভব করা।
২. প্রশাব করার আগে বা পরে লিঙ্গের ভিতর মনে হবে যেন কিট কিট করে কিছু একটা কামরাচ্চে।
৩. প্রসাবের পর জ্বালা পোড়া করা।
৪. কোনো কোনো সময় লিঙ্গ দিয়ে রক্ত আসে (সবার ক্ষেত্রে এটা হয় না)
৫. আটকা আটকা প্রসাব হওয়া।
৬. পাথর লিঙ্গের ভিতর সরে আসলে প্রসাব বন্ধ হয়ে যাওয়া। (মূত্রনালির পাথর লিঙ্গে চলে আসলে এটা ঘটে, আর এটা সিরিয়াস অবস্থা।)
করণীয়ঃ
১. উপরিউক্ত লক্ষণ দেখলে মেডিকেল চেক-আপ করে নিশ্চিত হয়ে নিন যে পাথর হয়েছে কি না।
২. যদি পাথর শনাক্ত হয় তাহলে শল্য চিকিৎসার মাধ্যমে পাথর অপসারণ করুন।
৩. শল্য চিকিৎসাতে ভয় থাকলে ৩ থেকে ৪ মাস হোমিওপ্যাথিক বা আয়ূর্বেদিক চিকিৎসা নিয়ে দেখতে পারেন। (হোমিওপ্যাথি যদি ভালো মনে না হয় তাহলে শল্য চিকিৎসা করাতে হবে।)
৪. পাথরকুচি গাছের পাতার রস ২ চা চামচ প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন। (বেশিরভাগ ক্ষেত্রে পাথরকুচি পাতার রস পাথর গলিয়ে বের করে দেয়।)
৫. প্রচুর পানি পান করুন।
৬. শসা খেতে পারেন। অনেক সময় শসার ছোকলা পাথর গলিয়ে দেয়। (প্রমাণিত)
তাড়াহুড়া করে লিখতে গিয়ে আমার বানানে ভুল থাকতে পারে। সেক্ষেত্রে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ