আরও বেশি বেশি ভালোবাসুন । বিশ্বস্ত হন, সম্পর্ক আরো গভীর করুন ।

তার জেদের কারনটা ভালো করে জানুন  । কোনো আবদারে জেদ করলে তা পারলে দেন । অকাজে জেদ করলে সমস্যা । প্রেমের কথা চলতে চলতে যখন খোস মেজাজে থাকবেন তখন তাকে জেদের খারাপ দিক তুলে ধরে শুধরানোর বা কমানোর প্রমিস করাবেন ।

আপনিও সময় তাল বুঝে কোনো কথা বলে খাওয়াতে পারবেন যেমন ---বলবেন খেয়ে নিলে দেখা করবো / গিফ্ট দিব/সারপ্রাইজ দিব  ইত্যাদি  ।আপনিও একটু ভেবে এই ধরনের কিছু করুন ।

পড়াশুনার ক্ষেত্রেও তাই করুন ।

মাঝে মাঝে ইচ্ছা করে ইমোশনাল হয়ে পড়ুন এবং বলেন তুমি খাওনি বা পড়ছো  না ভালো করে তাই আমার খুব কষ্ট হচ্ছে/হচ্ছিল ,কিছু ভালো লাগছিলো না  ইত্যাদি । সত্যি ভালোবাসলে এ গুলি শুনে সেও ইমোশনাল হয়ে আর এমন করবে না বলবে । কিংবা আর করবো না বলে আপনাকে সান্ত্বনা দেবে । তবে এই জেদের জন্য বেশি বকাবকি বা রাগারাগি করবেন না তাতে সম্পর্কে ফাটল ধরতে পারে । সবকিছু বুঝাবেন ঠিক বুঝবেই ।অনেকে বলে জেদি মানুষের মন খুব ভালো হয় ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ