আমার খুব আর্জেন্ট একটা প্রশ্ন আছে। যদি কেউ জানেন তবে প্লিজ আমাকে জানাবেন।

আমি একটি পাসপোর্ট করতে চাচ্ছি।
 তো পাসপোর্টটি অনলাইনে fill up করতে গিয়ে একটা option এ দেখলাম ব্যাংক ড্রাফট এর রিসীট নম্বর উল্লেখ করতে হবে.

তো আমি কিভাবে ব্যাংক ড্রাফট করব। সোনালী ব্যাংক এ গিয়ে কি পাসপোর্ট এর ফি বললেই হবে নাকি কি করব ??
...
ভাই , প্লিজ আমাকে জানান। আর নয়তবা ফোন নম্বরটা দেন  । আমি ফোন করে জেনে নিব।

কিছুক্ষণ সময় নিব।


শেয়ার করুন বন্ধুর সাথে
RohanJaman

Call

সোনালী, ট্রাষ্ট, ঢাকা, প্রিমিয়ার এ সকল ব্যাংকের যে কোন একটির শাখায় গিয়ে পাসপোর্টের টাকা জমা দেয়ার স্লিপ পুরন করে টাকা জমা দিলেই আপনাকে একটা রিসিট দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ