জীবনে কোনদিন প্রেম করিনি..

তাই প্রেম-ভালোবাসা সম্বন্ধে ধারণা তেমন নেই?

ইচ্ছা ছিল একটা প্রেম করবো কিন্তু ভয়ে করতে পারিনি।

ভাগ্যবশত,

কাল একটা মেয়ে আমাকে প্রোপোস করেছে,

আমার বন্ধুর মাধ্যমে। আমি হ্যা বলেছি।

এখনো কোনো কথা হয়নি, তবে আজ কথা বলবো।

আমার বয়স ১৮+ আর ওর বয়স ১৫ বছর।

প্রশ্ন হচ্ছে, প্রথমে কি বলে কথা শুরু করবো?


প্রেম করলে কি কি বিষয়ে কথা বলে??

কিভাবে কথা বললে সম্পর্ক টিকে থাকবে?

কোন কথাগুলো আমার সবসময় বলা উচিত?

কি GIFT দিলে সে খুশি হবে?

দিনে কয়বার দেখা করা উচিত?

কোন কোন দিন তাঁকে সময় বেশি দিব?




শেয়ার করুন বন্ধুর সাথে
Call
প্রেমের অভিজ্ঞা নিয়ে কেউ জন্মাই না
জন্মানোর পর অভিজ্ঞতা হয়।
প্রেম করবেন ভালো কথা।
কী রকম কথা দিয়ে শুরু করবেন।সেটা 
আপনি ব্যাক্তিগত ব্যাপার।
তবে
কেমন আছো তুমি এখন কী
করো বাসার সবাই কেমন
আসে.???
তোমার লেখা পড়া কেমন চলছে
একটু ভালো করে পড়ো
এই কথা দিয়ে শুরু করতে
পারেন।
পরে নিজের ইচ্ছে মত কথা বলবেন।
ইমোশনাল কথা বলবেন না।
কারন আবেগ দিয়ে জীবন চলে না।
যেটাই বলবেন বাস্তব ভিত্তিক
তাহলে সম্পর্ক টিকে থাকবে।
গিফট এর জন্যঃ
ডায়েরী,হাত ঘড়ি ইত্যাদি দিতে পারেন।
ধন্যবাদ,,,,, 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ