ArfanAli

Call

বাকি ২ মাস ভালো করে পড়লে ভালো ফলাফল আশা করা যায়। অংক এবং ইংরেজিতে আগে থেকে প্রস্তুতি না থাকলে ২ মাসে প্রস্তুতি সম্পূর্ণ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তবে চেষ্টা চালিয়ে যান। সব অংক করার প্রয়োজন নেই গুরুত্বপূর্ণ অংকগুলো ২-৩ বার করুন এতে করে সৃতিতে বেশিদিন থাকবে। কমন উপযোগী অংকগুলো শিক্ষকের কাছ থেকে দেখিয়ে নিতে পারেন অথবা টেস্ট পেপার নিতে পারেন। ইংরেজির রুলগুলো ভালো করে পড়বেন। রুল পড়ার পাশাপাশি টেস্ট পেপার নিয়ে অনুশীলন করুন তাহলে অভিজ্ঞতা বাড়বে এবং যে কোনো প্রশ্ন সহজে সমাধান করতে পারবেন। এর জন্য খাতায় প্রচুর লিখতে হবে। প্রশ্নের উত্তর না পারলে একবার দেখে লিখুন তারপর না দেখে লিখুন। এভাবে চর্চা করতে থাকলে ইনশাআল্লাহ ভালো ফলাফলের আশা করা যায়। আমার মতে লেকচার "মেইড ইজি" টেস্ট পেপার ভালো হবে। তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী টেস্টপেপার নিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App