আমার android ফোনে অনেক প্রয়োজনীয়/খুবি দরকারি App,video,audioইত্যাদি আছে।তো এগুলো সারাজিবন রাখার জন্য কি করতে হবে??মেমোরি তে রাখলেও তো মেমোরি কেটে যাওয়ার ভয় থাকে।Ans..দেবেন প্লিজ!


শেয়ার করুন বন্ধুর সাথে
আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো Google drive বা Dropbox-এ আপ্লোড করে রাখতে পারেন। এতে, আপনার মেমরি কেটে বা নষ্ট হলেও,ফাইলগুলো পুনরায় ডাউনলোড করে ফিরিয়ে আনতে পারবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ