Call

ফেসবুক নিরাপত্তার জন্য বর্তমান অনেক উন্নত ফিচার এড হয়েছে এর মধ্যে অন্যতম ২-স্টেপ ভেরিফিকেশন।২-স্টেপ ভেরিফিকেশন অন করলে আপনার পাসওয়ার্ড কেউ জানলেও কেউ কোড ছাড়া লগইন করতে পারবে না।এটা বললাম সাধারন লোকদের কথা। কিন্তু ২-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলেও আপনার ফেসবুক লগইন করতে পারবেন হ্যাকাররা।হ্যাকরা হ্যাক শুধু একটি সিস্টেমেই হ্যাক করতে পারবে সেটা হলো কোথাও বিনামূল্য Wifi ব্যবহার করা, যদি সেখানে হ্যাকার উক্ত Wifi টি ব্যবহার করে তাঁহলে ইচ্ছে করলে হ্যাকার আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবে, আর  ২-স্টেপ কোড গেলেও হ্যাকার কোডটি সংগ্রহ করতে পারবে আপনার ফোন থেকে।তাই সতর্ক থাকবেন কোথাও বিনামূল্য Wifi ব্যবহার করবেন না।

এছাড়া ফেসবুকের নিরাপত্তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।অ্যাকাউন্ট ইমেল এড করে রাখুন।ফেসবুকে এড করা নাম্বার/ইমেল অনলিমি করে রাখুন, ফেসবুকে জন্ম-তারিখ অনলিমি করে রাখুন।কোন থার্ড পার্টি অ্যাপস ব্যবহার থেকে বিরত থাকবেন।

আর ফেসবুকের সবচেয়ে নিরাপদ ব্যবস্থা উপরে উল্লেখিত ২স্টেপ ভেরিফিকেশন চালু করবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ