অর্থনীতিতে পড়তে হলে কঠোর অনুশীলন করতে হবে। নিচে অর্থনীতিতে ভালো করার কৌশলগুলো উল্লেখ করা হলো:

প্রথমত:বইয়ের লেখচিত্রগুলো বুঝে পড়তে হবে। এবং উক্ত লেখচিত্রগুলো দ্বারা বাস্তব সমস্যা সমাধান করার চেষ্টা করতে হবে ।

২য়: অর্থনীতিতে অনেক গাণিতিক বিষয়ও রয়েছে সেগুলোর সুত্র যাথাযত মুখস্ত করতে হবে। ও এর প্রয়োগ অনুশীলন করতে হবে ।

৩য়: প্রতিটি অধ্যায় শেষে রিভিশন দিতে হবে।

৪র্থ: প্রতিনিয়ত জানা বিষয়গুলো অনুশীলন করতে হবে। ও নতুন সমস্যা চিহ্নিত করে নিজে সমাধান করবে অথবা কোন শিক্ষকের সাহায্য নিবে।

উপরক্ত বিষয়গুলো মাথায় রেখে নিয়মিত অনুশীলন করতে হবে ।তাহলেই অর্থনীতিতে ভালো করা সম্ভব।