কিট বা স্টিপের দাম কতো?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রেগনেন্সি কিট বা ডিজিটাল ক্যাসেট দিয়ে  প্রেগনেন্সি

 টেস্ট করা খুব সহজ একটা পদ্ধতি।  এজন্য

আপনাকে একটা কাপে বা পাত্রে সকালের প্রথম

পস্রাব সংগ্রহ করতে হবে। এবার প্রেগনেন্সি টেস্ট কিটের

মধ্যে যে দুটা দাগ দেয়া থাকে (মধ্যখান বরাবর) সেই পর্যন্ত

ডুবিয়ে রাখতে হবে ২-৫ মিনিট।

আর ডিজিটাল ক্যাসেট স্ট্রিপ হলে সেটির এক পাশে

যে ছিদ্র আছে সেটিতে স্ট্রিপের সাথে দেয়া ড্রপার

এর সাহায্যে ৪/৫ ফোঁটা পস্রাব দিয়ে ২ মিনিট অপেক্ষা

করুন

যদি যে দুটি দাগ থাকে স্ট্রিপের গায়ে সে দুটিই গোলাপী

রং ধারণ করে তাহলে প্রেগনেন্ট আর শুধু একটি রং

গোলাপী দেখা গেলে প্রেগনেন্ট নয়।

দামঃ

নরমাল স্ট্রিপ গুলো ২০-৩০ টাকা

আর ডিজিটাল গুলো ৪০-৭০ টাকা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ