এর উত্তর, অন্ধ লোকটি নিজেই তা দেখেছে।কারণ, অন্ধ তাদেরকে বলা হয় যাদের এক চোখ ভাল আর অন্য চোখ খারাপ।আর যাদের ২ টি চোখি খারাপ তাদেরকে বলা হয় কানা।

ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুইভাবে উত্তর হতে পারে।

  • বোবারা সাধারণত নাক দিয়ে বউকে বুঝে। বোবা লোকটি অন্ধ লোকের নাকে হাত দিয়ে বোঝাবে। অন্ধ বুঝবে যে তার বউয়ের কোনো সমস্যা হয়েছে। তখন অন্ধ অন্য কাউকে জিজ্ঞাসা করবে যে কী হয়েছে। তখনই জেনে যাবে।
  • যেহেতু যার সাথে পালিয়েছে সে ল্যাংড়া। তাই বেশিদূর যেতে পারবে না। বোবা যখন দেখবে তখন ধরে নিয়ে কানার কাছে আসবে।

এইখান থেকে সাহায্য নেওয়া

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার মনে হয় বোবা ব্রেইল পদ্ধতিতে লিখে ঐ অন্ধ লোককে বুঝাবে । কারণ অন্ধদের জন্য এটি বিশেষ লেখা বা পড়ার প্রতিক ।লুই ব্রেইল এই ব্রেইল পদ্ধতির আবিষ্কারক । বোবা বলতে পারে না কিন্তু সে লিখতে বা ব্রেইল লিখতেই পারে । তাই সে এভাবে অন্ধকে জানাবে যে তার বউ পালিয়ে গেছে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বোবা এই ব্যাপারটা একজন সুস্থ লোককে লিখে দেবে, তারপর সুস্থ লোকটি এই কথাটি কানাকে গিয়ে বলবে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রশ্ন টি ভুল লিখেছেন,,  যেখানে অন্ধ লিখছেন সেখানে কানা লিখতে হবে। তাহলে উত্তর টি এরকম হবে।


 সিম্পল ,  বোবা ইশারায় বুঝাবে আর কানা সেটা দেখে বুঝে নিবে

 উল্লেখযোগ্য বিষয় হলো,কানা মানে যার এক চোখ নেই।

যার দুই চোখ নেই তাকে অন্ধ বলা হয়, যেহেতু এখানে বলা আছে কানার কথা তারমানে যার এক চোখ নেই বা নষ্ট। 

বাকি এক চোখ দিয়ে বোবার ইশারা গুলি দেখে বুঝে নিবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ