wifi key view দ্বারা পূর্বে সেইভ পাসওয়ার্ড দেখতে পারবেন root ফোনে।তবে সেইভ থাকা ছাড়া যেকোন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করা যায় না।তবে wps wpa taster দ্বারা কিছু ওয়াইফাইয়ে পাসওয়ার্ড হ্যাক করা যায়।একাজে ব্যবহৃত এপের সংখ্যা অসংখ্য যা লিষ্টে দেওয়া সম্ভব না, তবে গুগলের সাহায্যে উপকৃত হতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

 Wi-fi যদি কানেক্ট থাকে মোবাইলে,তাঁহলে রুট করার পর 

Wifi viewer অ্যাপসের মাধ্যমে পাসওয়ার্ড দেখতে পারবেন

যে কোন সিকিউরিটি পাসওয়ার্ড হলে ও সমস্যা নাই দেখতে পারবেন।

  আর যদি wi-fi কানেক্ট না থাকে, তাঁহলে কিভাবে জানবেন 

পাসওয়ার্ড শুধুমামাত্র( wps/wpa security ) wi-fi টিতে পারবেন।     নিয়মগুলো অনুসরন করুন।

  • মোবাইল রুট থাকতে হবে।
  • এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করুন।
  • অ্যাপসটি ইনস্টল করে,যেই wi-fi টির পাসওয়ার্ড জানবেন, সেই wi-fi টি সিলেক্ট করে, ক্লিক করুন  পরিবর্তী অপশনে কিছু অপশন পাবেন এখান থেকে সিলেক্ট অটোমেটিক পিন এ যাবেন, এখান ক্লিক করুন ১৭ টি কাস্টম পিন নিবে, যে কোন একটি কানেক্ট হয়ে যাবে।এবার কানেক্ট হলে
  • এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে, অ্যাপসে ঢুকে   যেই wi-fi টির পাসওয়ার্ড দেখবেন, সেই wi-fi এ ক্লিক করলেই পাসওয়ার্ড দেখতে পারবেন।
  • বিঃদ্র>> শুধু মাত্র wps/wpa security Enble গুলোই কানেক্ট করে পাসওয়ার্ড দেখতে পারবেন আর wi-fi কানেক্ট করা থাকলে যে কোন সিকিরিটি পাসওয়ার্ড দেখতে পারবেন।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ