পূর্বে ধর্মের নির্দিষ্ট কোনো নাম ছিল না। তবে আসমানী সব ধর্মেরই মূলনীতি এক ছিল। যথা: আল্লাহর একত্ববাদ, তৎকালীন নবীর সত্যায়ন, কিতাবের সত্যায়ন এবং কিয়ামতের ওপর ঈমান। তবে পরবর্তী সময়ে ইসলাম ছাড়া সব ধর্মই বিকৃত হয়ে গেছে। আর এটা করেছে ধর্মীয় পণ্ডিতরাই। প্রত্যেক ধর্মকেই তার আলেমরা বিকৃত করেছে। ইহুদি ধর্মকে ইহুদি 'রাব্বি'রা এবং খ্রিস্টধর্মকে খ্রিস্টান পাদ্রিরা বিকৃত করেছে। হিন্দু ধর্ম মূলত কী ছিল- এ নিয়ে অনেক মতানৈক্য। হিন্দু ধর্ম থেকেই এসেছে বৌদ্ধধর্ম। এরপর শিখ এবং জৈন ধর্মও হিন্দু ধর্ম থেকেই এসেছে। আর এভাবেই বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ