Call

সব বল গুলোকে একত্রে পানিতে ভাসিয়ে, তন্মধ্যে ভারী

 বলটি বের করা যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১৯ টি বল পর পর একবার করে মেপে। যে বলটির ওজন সব থেকে বেশী হবে। সেটাই ভারী বলে গণ্য করতে পারেন। (বি: দ্র: আপনি বলেন নি যে, ১৯ টি বল একসঙ্গে একবার মাপতে হবে। তাই আমি একটি বল একবার করে মাপবো।)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArfanAli

Call

১ম ধাপঃ প্রথমে ১৮ টি বলকে পাল্লার উভয়দিকে রাখতে হবে। যদি পাল্লার উভয়দিক সমান হয় তাহলে বুঝতে হবে ১৯ তম বলটি ভিন্ন ওজনের বল। যদি পাল্লার উভয়দিক সমান না হয় তাহলে ২য় ধাপ অনুসরণ করতে হবে। ২য় ধাপঃ পাল্লার উভয় দিক থেকে একটি করে বল উঠাতে হবে। বল উঠানোর যে পর্যায়ে পাল্লার উভয়দিক সমান হবে তখন বুঝতে হবে উঠানো বল দুটির একটি হালকা এবং একটি ভারি। এই অবস্থায় ১৯ তম বলটিকে পাল্লার একদিকে রাখতে হবে এবং হাতের বল দুটির একটি অপরদিকে রাখতে হবে। যদি পাল্লার উভয়দিক সমান হয় তাহলে বুঝতে হবে হাতের বলটি ভিন্ন ওজনের এবং যদি পাল্লার উভয় দিক সমান না হয় তাহলে বুঝতে হবে পাল্লায় দেওয়া বলটি ভিন্ন ওজনের। ৩য় ধাপঃ যদি উভয় দিক থেকে ৮ টি করে বল নেওয়া হয় তাহলে পাল্লায় কেবল দুটি বলই থাকবে। একটি ভারি এবং অপরটি হালকা। এখান থেকে সহজেই শনাক্ত করা যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ