মনে করুন , আমি সুন্দর করে গুছিয়ে , স্পষ্ট উচ্চারনে কথা বলতে পারি । আমার কথার মধ্যে জড়তা কম । মোট কথা , আমি কথা খুব সুন্দর করে বলি এর ভূয়সী প্রশংসা অনেকেই করছেন । এমতাবস্থায় , আমার এই দক্ষতা কিংবা যোগ্যতা যাই বলেন এটা কে কাজে লাগিয়ে আমি কি কি করতে পারি ............? কোন earning এর বাবস্থা কি করা সম্ভব এটার মাধ্যমে বা ফ্রীলাঞ্ছ কোন কাজ ......? প্লিজ আমাকে একটু সাহায্য করুন । আমার এই বিষয় টা জানা খুব প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব । ধন্যবাদ অগ্রিম ।।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এরকমটা হলে আপনি কল সেন্টারে কাজ করতে পারবেন। কল সেন্টারে কাজ করতে হলে স্পষ্ট ও গুছিয়ে কথা বলতে হয় আর তা আপনার মাঝে আছে। তবে শিক্ষা যোগ্যতা সর্বনিম্ন H.S.C পাশ হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যা আপনি বেতারের RJ হতে পারবেন। RJ হওয়ার জন্য কথা বলার দক্ষতা থাকতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jewel Rana

Call

আপনি মিলোডি এ্যাডে অর্থাৎ বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। যদি আপনার কষ্ঠস্বর খুবই সুন্দর হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ