ঔষধ সাধারণত প্রথমে আমাদের পাকস্থলীতে যায়। তারপর সেটিতে যে উপাদান থাকে তা রক্তে মিশে যায়। রক্তের মধ্যেই  আক্রান্ত স্থানে গিয়ে কাজ করে।কিন্তু হোমিও ঔষধে মুখে এক বা দু ফোটা ঔষধ জিহ্বায় দেওয়া হয় তা গলা পর্যন্ত ও পৌছায় না।এক্ষেতে হোমিও ঔষধ কিভাবে আমাদের শরিরে কাজ করে?

শেয়ার করুন বন্ধুর সাথে