শেয়ার করুন বন্ধুর সাথে
shalahin

Call

প্রথমে ফেসবুকে লগঅন করুন এবং নিচের লিঙ্কে প্রবেশ করুনঃ https://www.facebook.com/pages/create.php তাহলে নিচের মত একটি পেজ আসবে। সেখান থেকে Brand or Product বাক্সে ক্লিক করুন। তারপর choose a category থেকে Website সিলেক্ট করে তার নিচের বক্সে আপনার ব্লগের নাম লিখুন ও চেক বক্সটি চেক করুন এবং Get Started বাটনে ক্লিক করুন। এবার যে পেজ আসবে সেখান থেকে Upload an Image এ ক্লিক করে আপনার পেজের জন্য একটি পিকচার সিলেক্ট করে দিতে পারেন। তারপর Continue এ ক্লিক করুন। তারপর আবার Continue বাটনে ক্লিক করুন। এবার যে পেজ আসবে সেখানে Website বক্সে ব্লগের ঠিকানা এবং About বক্সে ব্লগ সম্পর্কে কিছু লিখে Continue বাটনে ক্লিক করুন। এবার যে পেজ আসবে সেখানে থেকে Edit Page বাটনে ক্লিক করতে হবে। তারপর যে পেজ আসবে সে পেজ থেকে Basic Information এ ক্লিক করে Category অংশে Websites & blogs সিলেক্ট করে পরের বক্সে আপনার ব্লগের বিষয় সিলেক্ট করে Save Changes বাটনে ক্লিক করতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ