Share with your friends
Call

প্রথমেই আমার এডমিন প্যানেলে যেতে হবে । তার পর এডমাইন সাইড মেনু থেকে Appearance এর অধিনে থাকা Editor এ ক্লিক করে থীম Edit অপশনে যাব । তারপর থীম অপশন এর বাম পাশ থেকে loop.php [ আমার থীমে ] [ আপনাদের থীমে থাকতে পারে content.php, loop-content.php, blog-loop.php, post-loop.php, post.php, content-loop.php, blog.php, post.php ইত্যদি নামে বা অন্য নামে । যদি এই নাম গুলির সাথে না মিলে তাহলে content.php, post.php এরকম কোন নাম পেলে সেটা ওপেন করূন তারপর আপনি ঠিক ফাইলটি ওপেন করেছেন কিনা তা চেক কারার জন্যে  আপনার মূল ব্লগ পেজে চলে জান এবং সেখানে দেখুন যে, আপনার পোষ্ট সমুহে টাইটেল এর নিচে ইংরেজিতে কি কি লিখা আছে যেমন আমর পোষ্ট টাইটেল টির নিচে িইংরেজিতে by, on এবং Comment লিখা আছে । যা প্র্রত্যেক পোষ্টের টাইটেল এর নিচে অবস্তান করে । এখন এগুলি মনে রেখে যেমন আমি মনে রাখলাম যে আমার ইংরেজিতে Comment লিখাছিল ।[ Comment ছাড়াও  Replies বা অন্য কিছুও থাকতে পারে । ] তারপর আপনার Editor অর্থাৎ থীম Editor এ  loop.php ফাইলটি সিলেক্ট করে

'1 Comment', '% Comments' এই লিখাটি খুজুন । এই লিখাটি খুজতে আপনি ফাইন্ড অপশন ব্যবহার করতে পারেন Ctrl + F একত্রে চাপুন সার্চ বা ফাইন্ড করার জন্যে যে বক্সটি আসবে সেখানে কোডটি কপি করে পেষ্ট করে দিন ।
তারপর নিচের ছবিটি দেখুন । নিচের ছবিটির সাথে মিলিয়ে নিন আপনার ওপেন করা ফাইলটি ।
&&
ছবিতে চিহ্নিত করা জাইগাই bresponZive লিখা আছে এটি আমার থিমের নাম আপনার ওপেন করা ফাইলটিতে আপনার থিমের নাম থাকবে ।
ছবিতে চিহ্নিত করা যাইগা গুলি যদি আপনার ফাইলে থাকে তবেই মনে করবেন আপনি সঠিক ফাইলটি ওপেন করেছেন ।
 এবার নিচের ছবিটির মত বা আপনার ইচ্ছা মতো আপনি আপনার ফাইলটি Edit করুন ।
দেখুন আমর Edit করার পর আমার ব্লগ এর পোষ্ট এর টাইটেল এর নিচে সব বাংলাই দেখাচ্ছে ।
ছবিটি দেখুন ।
Talk Doctor Online in Bissoy App