Share with your friends
MdNurullah

Call

পিএইচপিতে সাধারণত অন্যান্য প্রোগ্রামিং ভাষার মতো ভেরিয়েবলের নাম ও আকারে তেমন কোন বাধ্যবাধকতা নেই। এখানে আপনি চাইলেই সংখ্যা বা অক্ষর দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে পারেন। যাই হোক এরপরও পিএইচপি ভেরিয়েবলের নামের কিছু নিয়মনীতি তো অবশ্যই আছে। আমি তা নিচে তুলে ধরছি : ১। ভেরিয়েবলের নাম অবশ্যই ডলার ( $ )চিহ্ন দিয়ে শুরু করতে হবে। ২। ভেরিয়েবলের নাম ( _ ) আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে। ৩। ভেরিয়েবলের নাম কোন সংখ্যাবাচক অক্ষর দিয়ে শুরু হতে পারে না ৪। ভেরিয়েবলের নামটি অবশ্যই প্রাসঙ্গিক ও একটি অর্থবাচক হওয়া বাঞ্চণীয়। কোন একটি ভেরিয়েবলে যদি $a অথবা $name থাকে তবে অবশ্যই $name ভেরিয়েবলটি গ্রহণযোগ্যতা বেশি পাবে কারণ এটি সহজেই আপনার প্রোগ্রামিং ভাষাকে ফোকাস করতে পারে। অর্থাৎ আপনি কি বুঝাতে চেয়েছেন তা অন্য প্রাগ্রামারও আপনার কোড দেখে বুঝতে পারবে। কিছু গ্রহনীয় এবং কিছু বর্জনীয় ভেরিয়েবলের উদাহরণ নিচে দেওয়া হলো : গ্রহনযোগ্য ভেরিয়েবল : ১। $prod_desc ২। $Intvar ৩। $_salesamt বর্জনীয় ভেরিয়েবল: ১। $9OctSales ২। $Sales123 ৩। $asgs

Talk Doctor Online in Bissoy App