ইসলামের দিক থেকে বিবেচনা করলে উনারা ইসলাম ধর্মের ছিলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মুসা, দাউদ ও ঈসা আলাইহিমুসসালামের সময়ে ধর্মের নির্দিষ্ট কোনো নাম ছিল না। তবে কুরআন অনুযায়ী বোঝা যায়, প্রত্যেক নবির বাণী ছিল এক। অর্থাৎ, তাওহিদ তথা আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া, তৎকালীন নবির রিসালাতে বিশ্বাস করা এবং কিয়ামত দিবসের ওপর ঈমান আনা। এ হিসেবে বিকৃতি না ঘটলে সব ধর্মই এক। কিন্তু পরবর্তীতে ইসলাম ছাড়া সব বিকৃত হয়ে গেছে এবং বিভিন্ন নামে রূপ লাভ করেছে। যেহেতু সব নবির বাণীই এক ছিল এবং আল্লাহর মনোনিত ধর্মের নাম হল ইসলাম, তাই সব নবিই ইসলাম ধর্মের ছিলেন বললে অত্যুক্তি হবে না। তবে তাঁদের সময়ে ধর্মের কোনো নাম ছিল না। পরবর্তীতে তাঁদের ভক্ত ও অনুসারীরা ধর্মে বিকৃতি ঘটিয়ে বিভিন্ন নাম দিয়েছে। সে হিসেবে মুসা আ. ও দাউদ আ. 'র ধর্মের নাম ইহুদি ধর্ম। আর ঈসা আ. 'র ধর্মের নাম খ্রিস্টান ধর্ম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ