Jamiar

Call

এসব ট্যাবলেট এএর পার্শ্বপ্রতিক্রিয়া আর উক্ত ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে  অছে বমি, ত্বকের ফুঁসকুড়ি, চোখের পিছনে রক্তক্ষরণ, রক্তলাল চোখ, চোখে ব্যথা, চোখে দুটো দেখা, চোখে অস্বাভাবিক অনুভূতি অসম অথবা দ্রুত হৃদস্পন্দন, মাংশপেশীতে ব্যথা, ঘুমঘুমভাব, স্পর্শানুভূতি কমে যাওয়া, মাথা ঘোরা, কানে শব্দ হওয়া, বমিবমি ভাব, মুখে শুষ্কানুভূতি, বুকে ব্যথা, ক্লান্তি অনুভূ,মাথা ব্যথা হতে পারে।সুতারং উক্ত ট্যাবলেট চিকিৎসক এর পরামর্শ নিয়েই খাওয়া উচিৎ। তবে এখন এরকম কোন সাইট ইফেক্ট প্রভাব ফেললে অবশ্যই দ্রুত একজন ডাক্তার দেখান। আপাতত প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খান।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ