একটি পলিথিনের প্যাকেটের প্রস্থ ৩০ সে.মি. থিকনেস ০.০৭ মাইক্রো মিটার। 

এখন আমার প্রশ্ন হচ্ছে ১০ কেজি পলি তৈরী করতে কত মিটার প্রয়োজন। 

এর সূত্রটা কি?


শেয়ার করুন বন্ধুর সাথে
Mdazadbd

Call

ধরা যাক যে ফেব্রিকটিকে কেজিতে মিটারে বা গজে নেয়া হবে তার 

ফেব্রিক ওয়েট - 0.49181 কেজি

ফেব্রিক উইডথ / ডায়া - 45" ইঞ্চি
ফেব্রিক জিএসএম  - 145 gm/sq mt
বের করতে হবে লেন্থ কতো - meter / yds ?



ফেব্রিক  GSM =  145 গ্রাম 

GSM = 145÷1000 কেজি
GSM = 0.14 কেজি


ফেব্রিক উইডথ / ডায়া - 45" ইঞ্চি 

Fabric Width = (45×0.025) মিটার

Fabric Width = 1.125 মিটার 

Note:  [১ ইঞ্চি= ০.০২৫ মিটার]


ফেব্রিক লেন্থ= ফেব্রিক ওয়েট ÷ ( ডায়া ×  GSM )
= 0.49181 / (1.125 × 0.14) Meter

= 3.123 Meter 

= 3.123 ÷ 0.914 yds

= 3.41 yds


Note:

[ 1Mt = 1.09 yds ]

[ 1 yds = 0.914 m ]



নোটঃ
এখানে মিটার কে 0.914 দিয়ে ভাগ করে গজে নেয়া হয়েছে যদি গজে নেয়ার প্রয়োজন না হয় তবে মিটারে উত্তর চলে আসবে ।  সাধারণত নীট ফেব্রিকে কে কেজি থেকে লেন্থ মাপার জন্য এই সুত্রের সাহায্যে কেজি থেকে মিটার বা গজে নেয়া হয়



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ