শেয়ার করুন বন্ধুর সাথে
muktopran

Call

কৃত্রিম হার্ট ভাল্ব মোটাদাগে দুই ধরনের হয়ে থাকে যেমনঃ
১. মেকানিক্যাল হার্ট ভাল্ব (Mechanical heart valve) এবং
২. বায়োপ্রস্থেটিক হার্ট ভাল্ব (Bioprosthetic heart valve)

মেকানিক্যাল হার্ট ভাল্বের মধ্যে রয়েছেঃ
ক) বল এন্ড কেজ ভাল্ব (Ball & cage valve)
খ) টিল্টিং ডিস্ক ভাল্ব (Tilting disc valve)
গ) বাইলিফ্লেট ভাল্ব (Bileaflet valve)

বায়োপ্রস্থেটিক হার্ট ভাল্বের মধ্যে রয়েছেঃ
ক) অটোগ্রাফট (Autograft)
খ) হোমোগ্রাফট (Homograft)
গ) জেনোগ্রাফট (Xenograft)

এছাড়াও বায়োইঞ্জিনিয়ারড ভাল্ব (Bioengineered valve) নিয়ে গবেষনা চলছে হয়তো অদুর ভবিষ্যতে বাজারে পাওয়া যাবে।

কৃত্রিম হার্ট ভাল্ব নিয়ে একটি পরিপূর্ন একটি লেখাঃ “আবিষ্কারের কাহিনী-কৃত্রিম হার্ট ভাল্ব” । লিখেছেন কার্ডিও ভাস্কুলার সার্জারী বিভাগ, BSMMU এর বর্তমান চেয়ারম্যান প্রফেসর ডাঃ রেজাওয়ানুল হক বুলবুল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ