Unknown

Call

আসলে এক এক স্থানের এক এক সময়ে আজান হয়। আমাদের এইদিকে ৪.১০ মিনিটের আগে বা পরে আজান দেয় আর ফরজ নামাযের ওয়াক্ত ৪.৪৫ হয়।

 যদি আপনি জামাত সহকারে নামায আদায় করেন তাহলে ওয়াক্ত এর সঠিক টাইম এ পরবেন যা আপনার এলাকার টাইম জেনে নিবেন মসজিদ এর ইমামএর কাছ থেকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
itsmamun

Call

আমার জানামতে, ওয়াক্ত শুরু হয়ে গেলে মসজিদের আজান শোনা বা আজান হবার প্রয়োজন নেই। আপনি আপনার মত নামাজ পড়ে নিতে পারেন। কিন্তু যেহেতু পুরুষ মানুষের জন্য জামাতে নামাজ পড়ার বিধান তাই জামাতে পড়তে চাইলে মসজিদের জামাতের টাইম জেনে মসজিদে উপস্থিত হওয়াই উচিত। 


আর যদি বাসায় জামাত করে পড়েন তাহলে ওয়াক্ত হলেই পড়ে নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ