প্রথমেই বলে রাখি আমি প্রায় ৫ বছর যাবৎ হস্তমৈথুনে আসক্ত ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে আজ প্রায় ৫০ দিন যাবৎ এই আসক্তি থেকে বিরত আছি।

এখন যে সমস্যা গুলো হচ্ছে তা হলো..

# প্রস্রাব যখন করছি তখন প্রস্রাবটা ক্রসভাবে বাঁকা হয়ে বের হচ্ছে।

# প্রস্রাব যখন পড়ছে বুজবুড়ি মতোন দেখাচ্ছে।

# প্রস্রাব করার পরে মনে হচ্ছে প্র্রাস্রাবটা এখনো আটকিয়ে আছে।

# পায়খানায় চাপ দিলে আগে তরল আঠালো ধাতু বের হতো এখন বের হচ্ছেনা কিন্তু মনে হচ্ছে ভিতরে আটকিয়ে আছে।

# স্বপ্নদোষ হলে আগে যে পরিমান ধাতু নির্গত হতো এখন তার থেকে অনেক কম হচ্ছে।

# সবসময় বুক ধড়ফড় করছে।

# ভালো পুষ্টিকর খাওয়া দাওয়া সত্তেও শরীর দুর্বলতা কাটছে না।

# অল্প পরিশ্রমেই হাফিয়ে উঠছি।

# সবসময় মাথা ভার ভার লাগছে।

# মানসিক ভাবে অতান্ত দুর্বল। এছাড়া সর্বদা অস্থিরতা, মন খারাপ হতাশ বোধ হয়।

এরজন্য এসিড ফস ভিএম, এসিড ফস ২০০ খেয়েছি। কোন ফল পাইনি।

দুইবার প্রস্রাব পরীক্ষা করিয়েছি। রিপোর্ট বলছে প্রস্রাবে কোন সমস্যা নাই। তাহলে এটা কি জন্য হচ্ছে? এর সমাধান কি?? দয়া করে জানাবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপনার প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নিন। আপনার উক্ত প্রশ্নেই উত্তর দেওয়া হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ