Call

 

জান্নাত শব্দের আভিধানিক অর্থ বাগিচা, উদ্যান।

আর ফিরদাউস শব্দের আভিধানিক অর্থ হলো সুশোভিত সবুজ শ্যামল মনোরম উদ্যান।

জান্নাতুল ফেরদাউস শব্দের অর্থঃ সর্বোত্তম জান্নাত বা সর্বোতকৃষ্ট জান্নাত।

নামের ক্ষেত্রে কোনো ব্যাক্তির নাম জান্নাত বা জান্নাতি রাখা যায়।

তবে কোনো ব্যাক্তিকে নির্দিষ্ট এই ধারনা করা যাবে না যে তিনি মারা গেলে জান্নাতি।

এক্ষেত্রে তাকে জান্নাতী বা জাহান্নমী বলা যাবে না। কে জান্নাতী আর কে জাহান্নামী তা গায়েবী বিষয়, যার সঠিক জ্ঞান একমাত্র আল্লাহরই রয়েছে। কুরআন ও হাদীস দ্বারা যারা জান্নাতি প্রমানিত তাদের ছাড়া অন্য কাউকে নির্দিষ্ট করে জান্নাতী বা জাহান্নামী অথবা শহীদ বলা জায়েজ নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ