Junait

Call

সাধারণত রেইল পথের মাঝে মাঝে ফাঁকা রাখা হয়,

উদ্দেশ্য হলো দূর্ঘটনা এড়ানো। রেইল পথের উপর

অনেক সময় ধরে ট্রেন চলার ফলে রেইল পথ গরম

হয়ে দৈর্ঘ প্রসারিত হতে পারে আর যদি ফাঁকা না রাখা

হয় তাহলে একেঁবেঁকে যেতে পারে তাই ফাঁকা রাখা হয়।

আবার,  লক্ষ করলে দেখা যায় অনেক রেইল পথেই

ফাঁকা রাখা হয় না এর কারন হলো.....

ওই সকল পথ দিয়ে ট্রেন কম চলে অর্থাৎ এমন পর্যায়ে

যাবে না যেখানে রেইল পথ গরম হয়ে প্রসারিত হতে

পারে তাই ফাঁকা রাখা হয় না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ