Mahadi

Call

এখন যেকোনো ব্যাংকের ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন অনায়াসে, কোনো চার্জ ছাড়াই। শুধু তাই নয়, একবার ভিসা কার্ড থেকে টাকা আনার পর পরবর্তীতে আরো দ্রুত লেনদেনের সুবিধার জন্য কার্ডের তথ্যও সংরক্ষণ করে রাখতে পারবেন। 

যেভাবে সরাসরি ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনবেন

  1. বিকাশ অ্যাপ হোম স্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ আইকনে ট্যাপ করুন
  2. ‘কার্ড টু বিকাশ' ট্যাপ করে ‘ভিসা’ সিলেক্ট করুন
  3. আপনার বিকাশ একাউন্ট নাম্বার শুরু থেকেই দেয়া থাকবে, টাইপ করতে হবে না। আর অন্য কারো নাম্বারে টাকা পাঠাতে চাইলে, সেই বিকাশ একাউন্ট নাম্বারটি দিন। তারপর টাকার পরিমাণ দিন
  4. এরপর আপনার ভিসা কার্ডের নাম্বার, মেয়াদ এবং CVN নাম্বার দিন (কার্ডের পেছনে থাকা ৩ বা ৪ সংখ্যার ভেরিফিকেশন কোড)। চাইলে পরবর্তী লেনদেনের সুবিধার জন্য কার্ডের তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন
  5. আপনার নাম্বারে পাঠানো ওটিপি কোড দিয়ে লেনদেন সম্পন্ন করুন

* একটি বিকাশ একাউন্টে দৈনিক সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করা যাবে। প্রতিদিন সর্বোচ্চ ৫ বার অ্যাড মানি করতে পারবেন। এভাবে প্রতি মাসে সর্বোচ্চ ২৫ বার, সর্বমোট ২,০০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন।

তথ্যসূত্র: বিকাশ ওয়েবসাইট 

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

এ ক্ষেত্রে আপনাকে বিকাশ এপ্স লাগবে।  এবং এপ্স  Add money তে ক্লিক করবেন। কোন চার্জ ব্যতীত ভিসা থেকে টাকা বিকাশ এ নিতে পারবেন।এবং ভিসার তথ্য সেভ করে রাখলে পরবর্তীতে সহজেই টাকা এড করে নিতে পারবেন । কিভাবে টাকা এড করবেন এর পর জাবতীয় তথ্যগুলো ফলো করুন নিচে পিকচার এ 

এখানে ভিসার কার্ড নাম্বার ও cvn নাম্বার টাইপ করে pay তে ক্লিক করবেন।

ধন্যবাদ। 

 

Talk Doctor Online in Bissoy App