Share with your friends
Jamiar

Call

বিস্ময়ে ব্যালেন্স বাড়ানোর উপায় হলো ২ টি যথা

  1. ব্লগ লিখে।
  2. অন্যের প্রশ্নে মানসম্মত উত্তর দিয়ে।

১.বিস্ময়ে ব্যালেন্স বাড়াতে বা ব্যালেন্স নিতে আপনাকে ব্লগ লিখতে হবে।সঠিক বানানে ও মানসম্মত ব্লগ লিখলে উক্ত ব্লগে   কিছু উপহারসরূপ  দেওয়া হবে সেগুলো হলো 

  • চকলেট,৩ টাকা
  •  কফি, ২৫ টাকা 
  • আইসক্রিম, ৫০ টাকা
  • বার্গার, ৮০টাকা

যদি আপনার কোন ব্লগে একটি কফি বা আইসক্রিম উপহারসরূপ দিয়ে থাকে তাহলে আপনার বিস্ময় একাউন্ট এর ব্যালেন্স এ উক্ত উপহারের   সমপরিমাণ অর্থ ২৫/৫০ টাকা জমা হবে।

২. যদি আপনি অন্যের প্রশ্নে  বাংলা ভাষায় সঠিক ও মানসম্মত উত্তর প্রদান করেন তাহলে সেই উত্তরে  উপহারসরূপ

  • চকলেট,৩ টাকা
  • কফি, ২৫ টাকা
  • আইসক্রিম, ৫০ টাকা
  • বার্গার, ৮০টাকা

দিতে পারে। যদি আপনার কোন উত্তরে চকলেট দিলো উপহারসরূপ হিসাবে তাহলে আপনার বিস্ময় একাউন্ট এ চকলেট এর সমপরিমাণ অর্থ ৩ টাকা আপনার ব্যালেন্স যোগ হবে।

এভাবেই আপনি বিস্ময়ে ব্যালেন্স বাড়াতে পারবেন এবং ব্যালেন্স তুলে নিতে চাইলে সিমে রকেট একাউন্ট খুলবেন এবং সর্বোনিম্ন ১০০ টাকা বের করতে পারবেন।তবে ১৫% চার্জ প্রযোজ্য। তাই একাউন্ট এ ১১৫ টাকা থাকা লাগবে যদি টাকা তুলতে চান।

ধন্যবাদ।

বিস্ময়ের সাথে থাকুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি বিস্ময় এ ব্যালেন্স বাড়াতে চাইলে আপনাকে কিছু কাজ করতে হবেঃ যেমনঃ মান সম্মত উত্তর দিয়ে পুরুষ্কার জিতে নিতে পারেন এখানে আপনাকে চকোলেট, কফি,বার্গার, আইস্ক্রিম গিফট দেওয়া হবে। গিফট এর সমপরিমান টাকা আপনার একাউন্ট এ যোগ হয়ে যাবে। এর জন্য আপনাকে দক্ষতার সাথে প্রশ্নের মান সম্মত উত্তর দিতে হবে। ব্লগ লেখাঃ আপনি একটি ব্লগ লিখলেন আপনার লেখা ব্লগ টি পড়ে কারো ভালো লাগলো তখন সে আপনাকে গিফট করতে পারবে। একই ভাবে গিফট এর টাকা আপনার একাউন্ট এ যোগ হয়ে যাবে। এই ভাবে আপনার একাউন্ট এ ব্যালেন্স বেশি করতে পারেন/ পারবেন।

Talk Doctor Online in Bissoy App