Jamiar

Call

আসলে ইমার্জেন্সি পিলের সাইট ইফেক্ট গুলো

  • তলপেটে ব্যথা 
  • মাথা ঘুড়া,বা মাথা ব্যথা,
  • বমি ভাব।
  • খাবারে অরুচি ।
  • শারীরিক দুর্বলতা।
  • মাসিক অনিয়মিতভাবে হওয়া।
  • তলপেটে অসস্থি বা তলপেটে /জরায়ু ফুলে থাকা

 এছাড়াও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে আর এসব ইমার্জেন্সি পিল সেবনের কারনে হয়ে থাকে সে ক্ষেত্রে উক্ত সমস্যা গুলো অসহনীয় হলে চিকিৎসক এর কাছে চিকিৎসা ও পরামর্শ নিবেন। 

 যদি ইমার্জেন্সি পিল সঠিক সময়ে সেবন করেন ও সামান্য হলেও মিন্সের রক্তপাত হয় তাহলে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবে না।আর হ্যা ইমার্জেন্সি পিল সেবনের কারনে ৩/২ মাস মিন্স অনিয়ম হতে থাকে, কাজেই অপেক্ষা করুন মিন্স হয়ে যাবে।নিজে থেকে কোন পিল বা ঔষধ খাবেন না মিন্স হওয়ার জন্য।জাস্ট অপেক্ষা করুন।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ